মাহবুব আলম আরিফঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার পায়ব গ্রামে খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী সুলতানুল অরেফিন জালোয়া-এ-রহমান মাওলানা বশ্ক আলী শাহ্ (রঃ) এর ৬৮তম বাৎসরিক ওরশ পায়ব দরবার শরীফে উদযাপিত হয়েছে।
এ সময় ওরশ শরীফে হাজার হাজার ভক্ত আশেকানের মধ্যে মিলন মেলায় পরিনত হয়।
বৃহস্পতিবার বাদ আসর থেকে ওয়াজ মিলাদ জিকির আসকার ও নফল ইবাদতের মাধ্যমে সারারাত মশগুল থাকে।
আখিরি মুনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদিনিশীন পীর শাহসুফী হযরত মাওলানা অলিউল গনী ওয়াল আলী মাইজভান্ডারী মুনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানা ছাত্রলীগের আহব্বায়ক মোঃ ফয়সাল আহম্মেদ নাহিদ, জাহাপুর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ ফারুক মিয়া, প্রমুখ।