এম কে আই জাবেদঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক, পুরস্কার বিতরন এবং ১৭ই মার্চ জাতীয় শিশু ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠেশ্রীকাইল কে কে এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগরের সংসদ সদস্য ও সাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ এফসিএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ম হ রুহুল আমিন, কুমিল্লা উঃ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবু পার্থ সারথী দত্ত, মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- শ্রীকাইল কলেজের ভাপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, কুড়েরপার আদর্শ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার, বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন, শ্রীকাইল কে কে এম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সহিদুল ইসলাম বাবু, মিজানুর রহমান, মোশারফ হোসেন, আমির হোসেন, মনির হোসেন, মোঃ ইকবাল বাহার এবং আঞ্জুমানারা বেগম।
বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে আব্দুল গফুর মুন্সী, মোসলেহ উদ্দিন মাস্টার, মুক্তিযুদ্ধা আলী আহম্মদ, আফিক মিয়া সরকার, হাজী গোলাম মোস্তফা, হাজী ছিদ্দিকুর রহমান, আবদুস সাত্তার, হাজী বদর উদ্দিন, ডাক্তার খাস্তগীর সরকার, সেলিম রেজা সওদাগর, জসীম উদ্দিন, ফজলুল হক বাবুল, তানভীর রেজা রিংকু, সানাউল্লাহ জেহাদী, প্রভাষক কামরুল হাসান মিকাইল, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহব্বায়ক আবুল কালাম, বাঙ্গরা বাজার স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব দিদার হোসেন খান, শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আব্দুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা এস এম কমল সরকার, আব্দুল মোমেন, সহ বিভিন বিভিন্ন এলাকার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আওয়ামী গীগ এর সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও মেধাবী শির্ক্ষাথী ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সিনিয়র শিক্ষক সাদেকুর রহমান, সহকারি শিক্ষক রাশেদুজ্জামান এবং অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক – শিক্ষিকা বৃন্ধ।