খেলাধূলা ডেস্কঃ
ছয় বছর পর প্রথম পুর্নাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আগামী ১০ অক্টোবর শুরু হবে ইংলিশদের এই লঙ্কা মিশন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সফরকালে স্বাগতিকদের বিপক্ষে ইংল্যান্ড তিনটি টেস্ট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে ম্যাচ দিয়ে সফর শুরু করবে ইংল্যান্ড। ডাম্বুলায় প্রথম ম্যাচটি হবে দিবা-রাত্রির। এছাড়া আরো দু’টি ওয়ানডে এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও হবে দিবা-রাত্রির।
গল টেস্ট দিয়ে লংগার ভার্সনের সিরিজ শুরু করবে দল দু’টি। বাকি দু’টি টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ক্যান্ডির পাল্লেকেলে ও রাজধানী কলোম্বোয়। সর্বশেষ ২০১২ সালে শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল ইংল্যান্ড। এ সময় অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়।
২০১৬ সালে ইংল্যান্ড সফরে পুর্নাঙ্গ সিরিজ খেলেছিল লঙ্কান দল । এ সময় দল দু’টি তিন ম্যাচের টেস্ট, পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিল। পুরো সিরিজই জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।