বেলাল উদ্দিন আহম্মদঃ
রোজ সোমবার, ০৬ জুলাই ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন রোববার ৫জুলাই অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দিতা পূর্ন এ নির্বাচনে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে ৪জন বিজয়ী হন।
বিজয়ীরা হলেন মো: ফাত্তাহ হোসেন(৪০১), মো: তোফাজ্জল হোসেন(৩৮৫), কাইয়ুম মিয়া(৩৪৭) ও ইকবাল হোসেন(৩২৯) নির্বাচিত হন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মো: মাহবুব আলম। এতে ১২১৩ ভোটের মধ্যে ভোট প্রদান করে ৮৪২ জন।
মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দূল কাইয়ুম খসরু নির্বাচনে বিজয়ী সহ ভোটারদেরকে অভিনন্দন জানান।