কুমিল্লা প্রতিনিধিঃ
প্রায় সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা র্যাব। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শুভপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কুমিল্লার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন শুভপুর গ্রামের জনৈক মো. মামুনের (৩০) বাড়ি থেকে চার হাজার ৪০০ পিস ইয়াবাসহ দক্ষিণ রামপুরের আনা মিয়ার ছেলে মো. আবুল কালাম কালু (৩২) ও কৃষ্ণনগরের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. মিন্টুকে (২১) গ্রেপ্তার করে।
র্যাব জানাতে পারে, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন শুভপুর গ্রামের জনৈক মো. মামুনের (৩০) বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বেচাকেনা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।