মো: নাজিম উদ্দিনঃ
‘‘নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যক্ষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এনজিও সংস্থা ব্র্যাক এর মুরাদনগর উপজেলা শাখা।
শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে একটি আলোচনা সভা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনুর মোহাম্মদ বশীর আহাম্মদের সভাপতিত্বে ও ব্র্যাক মুরাদনগর উপজেলা শাখার ম্যানেজার শেখ আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সিরাজুল ইসলাম মানিক, এমডিসি ডাঃ আবদুল্লাহ আল মামুন, ডাঃ ইফতেখারুল হক। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, ব্র্যাক মুরাদনগর শাখার যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন বিভাগের সহকারি কর্মকর্তা মো: মুজিবুর রহমান, নার্সিং সুপারভাইজার মোঃ ইদ্রিস মিয়া প্রমুখ।