মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় গ্রামীণ নারী উন্নয়ন দক্ষতা বিকাশ ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশ টার সময় এ প্রশিক্ষণ করানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরীর প্রচেষ্ঠায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জনতা ব্যাংক লিমিটেডএর যৌথ উদ্যোগে হোমনা উপজেলার ১টি পৌর সভা ও ৯টি ইউনিয়নে ১০০ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় ।
উপজেলা পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা সৃষ্ঠির লক্ষে নারী উন্নয়ন ও ব্যবসা ব্যবস্থাপনা (মৌলিক) বিষয়ক প্রশিক্ষণে ৩ ব্যচে ৩০ জন করে ৯০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করবেন । এ প্রশিক্ষণ ২১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে । জাইকা প্রকল্পের সিনিয়র প্রশিক্ষক মো. মিজানুর রহমান খান ও প্রশিক্ষক জিমি পারভিন প্রশিক্ষণ পরিচালনা করেন । এতে সেলিমা আহমাদ মেরী’র পক্ষে থেকে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মহসীন সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম, আরাফাত হোসান সরকার , মো. হরুন মিয়া, গাজী ইলিয়াছ,প্রিন্স, মনিরজ্জামন, আবিয়া ইসলামসহ প্রশিক্ষনার্থীরা প্রমুখ উপস্থিত ছিলেন ।