বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটনকে (আনারস প্রতীক) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টায় তার নিজ গ্রাম বুড়িচং উপজেলার আজ্ঞাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে কুমিল্লার আদালতে দায়েরকৃত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, কুমিল্লার আদালতে দায়েরকৃত পুরনো একটি ‘চেক ডিজঅনার, মামলায় ওয়ারেন্ট জারি হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর লিটনকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় বাকশীমুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান লিটন। আর প্রচারণার শেষ দিন আজ মঙ্গলবার ২০১৫ সালের চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার হলেন তিনি।
কুমিল্লা সদর উপজেলার আলেখারচরের সায়মন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ২০১৫ সালে ১০ লাখ টাকা চেক জালিয়াতির অভিযোগ এনে আদালতে লিটনের বিরুদ্ধে এ মামলাটি করেন বলে জানা গেছে।
লিটনের গ্রেপ্তারের খবরে তার কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।