ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বরুড়ার ৩ ইউপিতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরুড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগে বিএনপি প্রার্থীদের পক্ষে ভোট বর্জনের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন। এর আগে প্রার্থীরা উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে নৌকার প্রার্থী-কর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
তারা অভিযোগ করে সাংবাদিকদের জানান, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষের কর্মীরা কেন্দ্র দখল করে প্রকাশ্যে ব্যালট পেপারে ভোট মেরেছে, কেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান করেছে, বিএনপি কর্মীদের ভয়ভীতি প্রদর্শনসহ কোনো কোনো স্থানে মারধর করেছে, জোরপূর্বক কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীদের এজেন্ট বের করে দেয়া হয়েছে এবং জাল ভোট প্রদানসহ নানা অভিযোগে তারা ভোট বর্জন করেন বলে তারা জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, খোশবাস দক্ষিণ ইউনিয়নের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুর রব, শিলমুড়ী উত্তর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী নুরু, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা এ নির্বাচন বাতিল করে এসব ইউনিয়নে পুনরায় নির্বাচনের দাবি জানান।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদ্রাসায় যান না পাঁচ বছর নিয়মিত বেতন তোলেন শিক্ষক

বরুড়ার ৩ ইউপিতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

আপডেট সময় ১২:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরুড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগে বিএনপি প্রার্থীদের পক্ষে ভোট বর্জনের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন। এর আগে প্রার্থীরা উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে নৌকার প্রার্থী-কর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
তারা অভিযোগ করে সাংবাদিকদের জানান, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষের কর্মীরা কেন্দ্র দখল করে প্রকাশ্যে ব্যালট পেপারে ভোট মেরেছে, কেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান করেছে, বিএনপি কর্মীদের ভয়ভীতি প্রদর্শনসহ কোনো কোনো স্থানে মারধর করেছে, জোরপূর্বক কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীদের এজেন্ট বের করে দেয়া হয়েছে এবং জাল ভোট প্রদানসহ নানা অভিযোগে তারা ভোট বর্জন করেন বলে তারা জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, খোশবাস দক্ষিণ ইউনিয়নের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুর রব, শিলমুড়ী উত্তর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী নুরু, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা এ নির্বাচন বাতিল করে এসব ইউনিয়নে পুনরায় নির্বাচনের দাবি জানান।