বিনোদন ডেস্কঃ
হলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনই খবর এখন শোনা যাচ্ছে করছে বলিউড টাউনে। কয়েকদিন আগে সালমান খানের বোন অর্পিতার সঙ্গে পুনর্মীলনির নৈশভোজে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। তারপরই বলিউড পাড়ায় খবর ছড়িয়ে পড়েছে যে সালামানের সঙ্গে জুটি বাধছেন বলিউডের ‘জংলি বিল্লি’।
সূত্রের খবর, আলি আব্বাস জাফরের ভারত ছবির স্ক্রিপ্ট নাকি ভীষণ পছন্দ হয়েছে প্রিয়াঙ্কার। সেই ছবিতেই রয়েছেন সালমান খানও। বেশ কয়েক বছর ধরেই সালমান খানের শিবিরে নাম লেখাতে চাইছিলেন প্রিয়াঙ্কা। এবার মনে হচ্ছে সেই সুযোগ তিনি পেতে চলেছেন।
ইতিমধ্যে কোয়ান্টিকোর চতুর্থ সেশনের শ্যুটিংও প্রায় শেষ হয়ে এসেছে। কোয়ান্টিকোয় তেমন সুযোগ পাচ্ছেন না বুঝতে পেরে হয়তো হলিউডের পাট আপাতত গোছাতে চাইছেন তিনি। সালমান খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেতে হলিউডের কোয়ান্টিকো ছাড়াটা খুব একটা বোকামির কাজ হবে না বলেই মনে করছেন তিনি।
দীর্ঘ কয়েক বছর বলিউডের ছবিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। এই সুযোগে হয়তো আবার বলিউডে আসর জমাতে চাইছেন তিনি। তারপরে আবার সালমান খানের সঙ্গে কাজ করার সুযোগ। সব মিলিয়ে একটা নতুন সুযোগ তৈরি হয়েছে প্রিয়াঙ্কার সামনে।