ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোমনায় ১১ বছরের শিশু ধর্ষনের অভিযোগ

তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ 

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর( আড়ালিয়া) গ্রামের রফিকুল ইসলামের(৫০) বিরুদ্ধে রামকৃষ্ণপুরের দরিদ্র পিতার ১১ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৯ মার্চ সকালে অানুমানিক ১০ টার দিকে কেরোসিন তৈল আনতে গিয়ে ওই লম্পটের লালসার শিকার হয় শিশুটি।

জানা যায়,রামকৃষ্ণপুরের সহজ সরল দরিদ্র পিতার শিশু কণ্যা, বাজার থেকে কেরোসিন তৈল নিয়ে সকাল ১০ টার দিকে রফিকের বাড়ীর উঠান দিয়ে বাড়ি ফেরার পথে রফিক কৌশলে জোর খাটিয়ে মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে, জোর পূর্বক তার চৌকির উপর ধর্ষন করে।এসময় সে চিৎকার করলে মুখ চেপে ধরে এবং বিষয়টি কাউকে না জানাতে শাসিয়ে দেয়।কিন্তু শিশু মেয়েটি বাড়ি ফিরে কান্নাকাটি করে ঘটনাটি বলে দেয়।শিশুটির পিতা হতদরিদ্র দিন মুজুর বিষয়টি তার অাত্মীয় স্বজনকে জানিয়ে বিচারে অাশায় ঘুরলেও রফিক ও তার লোকজনের ভয়ে কেউ মিমাংসায় এগিয়ে অাসেনী। এমন করে অাতংকে ২ টি দিন পার করে ধর্ষনের শিকার শিশু ও তার পরিবারটি। তৃতীয় দিনের মাথায় গতকাল ৩০ মার্চ বিষয়টি সম্পর্কে অবগত হন স্থানীয় এক যুবক, তিনী এগিয়ে অাসেন এবং পাশে দাড়ান অসহায় দরিদ্র পরিবারটির।সেই যুবকের মাধ্যমেই অবগত হয়ে স্থানীয় চেয়ারম্যান তাৎক্ষনিক থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন, এবং যে কোন সহযোগিতার অাশ্বস্ত করেন বলে জানান সাহসী সে যুবক।তৃতীয় দিনের মাথায় গতকাল সাহসী সেই যুবকের সহযোগিতায় থানা পর্যন্ত পৌছায় পরিবারটি। দায়ের করেন ধর্ষনের অভিযোগ।

এ ব্যাপারেহোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল অাহমেদ নিজামী বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অাসামী ধরার চেষ্টা চালাচ্ছি এবং পরিবারটির নিরাপত্তা সহ অভিযোগের ভিত্তিতে অাইনী প্রদক্ষেপ অামরা নিয়েছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

হোমনায় ১১ বছরের শিশু ধর্ষনের অভিযোগ

আপডেট সময় ০২:১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ 

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর( আড়ালিয়া) গ্রামের রফিকুল ইসলামের(৫০) বিরুদ্ধে রামকৃষ্ণপুরের দরিদ্র পিতার ১১ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৯ মার্চ সকালে অানুমানিক ১০ টার দিকে কেরোসিন তৈল আনতে গিয়ে ওই লম্পটের লালসার শিকার হয় শিশুটি।

জানা যায়,রামকৃষ্ণপুরের সহজ সরল দরিদ্র পিতার শিশু কণ্যা, বাজার থেকে কেরোসিন তৈল নিয়ে সকাল ১০ টার দিকে রফিকের বাড়ীর উঠান দিয়ে বাড়ি ফেরার পথে রফিক কৌশলে জোর খাটিয়ে মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে, জোর পূর্বক তার চৌকির উপর ধর্ষন করে।এসময় সে চিৎকার করলে মুখ চেপে ধরে এবং বিষয়টি কাউকে না জানাতে শাসিয়ে দেয়।কিন্তু শিশু মেয়েটি বাড়ি ফিরে কান্নাকাটি করে ঘটনাটি বলে দেয়।শিশুটির পিতা হতদরিদ্র দিন মুজুর বিষয়টি তার অাত্মীয় স্বজনকে জানিয়ে বিচারে অাশায় ঘুরলেও রফিক ও তার লোকজনের ভয়ে কেউ মিমাংসায় এগিয়ে অাসেনী। এমন করে অাতংকে ২ টি দিন পার করে ধর্ষনের শিকার শিশু ও তার পরিবারটি। তৃতীয় দিনের মাথায় গতকাল ৩০ মার্চ বিষয়টি সম্পর্কে অবগত হন স্থানীয় এক যুবক, তিনী এগিয়ে অাসেন এবং পাশে দাড়ান অসহায় দরিদ্র পরিবারটির।সেই যুবকের মাধ্যমেই অবগত হয়ে স্থানীয় চেয়ারম্যান তাৎক্ষনিক থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন, এবং যে কোন সহযোগিতার অাশ্বস্ত করেন বলে জানান সাহসী সে যুবক।তৃতীয় দিনের মাথায় গতকাল সাহসী সেই যুবকের সহযোগিতায় থানা পর্যন্ত পৌছায় পরিবারটি। দায়ের করেন ধর্ষনের অভিযোগ।

এ ব্যাপারেহোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল অাহমেদ নিজামী বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অাসামী ধরার চেষ্টা চালাচ্ছি এবং পরিবারটির নিরাপত্তা সহ অভিযোগের ভিত্তিতে অাইনী প্রদক্ষেপ অামরা নিয়েছি।