মো: বিজয় নেছারঃ
রোজ সোমবার, ১৩ জুলাই ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজলোর হাঁটাশ আর্দম হাফেজিয়া মাদ্রাসা মাঠে সোমবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলরে যুগ্ম আহবায়ক মাহাবুব সরকার জিয়ার আয়োজনে সুশীল সমাজরে সম্মানে ইফতার মাহফলি ও এতিম ছাত্রদরে মধ্যে বস্ত্র বিতরন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সাবকে ইউপি চয়োরম্যান হাববিুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানরে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন-সম্পাদক মোল্লা মজিবুল হক। ইফতার মাহফিলে দোয়া পরিচালনায় করেন উপজেলার দৌলতপুর দরবার শরীফের পীরজাদা নাইমুর রহমান।
ইউনুস রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখনে, উপজেলা বিএনপির দফতর সম্পাদক হাফেজ মোহাম্মদ আলী, উপজেলা যুবদল নেতা মাহমুদুল হাছান, ওমর আলী, উপজেলা কৃষকদলোর সাবেক সভাপতি ইমদাদুল আলম শিরাজ, ইব্রাহিম, শাহজালাল, মাসুম, রবিউল হক প্রমুখ।