খেলাধূলা ডেস্ক:
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবারের ম্যাচে মুম্বাইয়ের পক্ষ হয়ে স্বরূপে ফিরলেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। ১৯তম ওভারে ১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন । তাতেও জয়ের দেখা পেলো না মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১ উইকেটে হেরে গেছে মুম্বাই।
প্রথম ম্যাচে তেমন উজ্জ্বল ছিলেন না মুস্তাফিজ। কিন্তু গতকাল বোলিং ছিল দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। হায়দরাবাদের ১৪৮ রানের দেয়া লক্ষ্যে খেলতে নেমে শুধু শিখর ধাওয়ানের ৪৫ রানই ছিল সর্বোচ্চ। ব্যাট হাতে সাকিব ১২ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথে ছিল হায়দরাবাদ। তবে ১৯তম ওভারে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছিল মুম্বাই।
কিন্তু দিপক হুডা ও স্ট্যানলেকের শেষ দিকের দৃঢ় মনোবলের কারণে তা আর সম্ভব হয়নি। ৯ উইকেট হারিয়ে জয় পায় শেষ বলে রান নিয়েই। হুডা অপরাজিত ছিলেন ৩২ রানে। এদিকে, হায়দরাবাদের পক্ষে ৪ ওভারে ১ উইকেট নিয়ে ৩৪ রান দেন সাকিব আল হাসান।