জাতীয় ডেস্কঃ
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আট দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রবিবার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ রবিবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, আগামীকাল সোমবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৫ এপ্রিল (বুধবার) বিএনপির উদ্যোগে সারা দেশে মানববন্ধন, আগামী ২৬ এপ্রিল (বৃহস্পতিবার) ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ, ২৭ এপ্রিল (শুক্রবার) সারা দেশে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনা করে বাদ জুম’আ দোয়া অনুষ্ঠিত হবে, ২৮ এপ্রিল (শনিবার) যুবদল ও ২৯ এপ্রিল (রবিবার) স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ। এছাড়াও আগামী ১ মে (মঙ্গলবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।