মো: হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক নৌ-বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল (অব:) আবু তাহের সোমবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদের নির্মানাধীন মার্কেট, বাস টার্মিনাল ও ডাক বাংলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক নৌ-বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল (অব:) আবু তাহের বিভিন্টন সমস্যাসমূহ চিিহ্নত করে তা দ্রুত সমাধানের আম্বাস দেন।
এ সময় জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য খাইরুল আলম সাধন, জেলা পরিষদের প্রকৌশলী আব্দুল হাফিজ, নাজির স্বপন কুমার দত্ত, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ নেতা আক্তার হোসেন মেম্বার, ছাত্রলীগ নেতা মেছবাহ উদ্দিন ও যুবলীগ নেতা আবিদ আলী প্রমুখ।