খেলাধূলা ডেস্কঃ
নিজের নামে একটি খেলাধুলার সামগ্রী এবং পোশাকের ব্র্যান্ড খোলার জন্য আবেদন করেছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু এতে বিপত্তি বাধায় আরেক ‘মেসি’। যদিও উচ্চারণ একইরকম হলেও দুই পক্ষের বানান আলাদা।
বাইসাইকেলের যন্ত্রাংশ তৈরির স্প্যানিশ প্রতিষ্ঠান ‘মেসি’র অভিযোগ ছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের প্রস্তাবিত ব্র্যান্ডের নাম তাদেরটির সঙ্গে সাংঘর্ষিক। এতে ক্রেতাদের মনে সংশয় সৃষ্টি হতে পারে। ফলশ্রুতিতে মামলা গড়ায় ইউরোপিয়ান ইউনিয়ন আদালতে। তবে বৃহস্পতিবার আদালতের এক রায়ে বলা হয়, ‘লিওনেল মেসি মেসি’ নামে খেলাধুলার সামগ্রী এবং পোশাক বিক্রির জন্য ‘ট্রেডমার্ক’ হিসেবে নাম নিবন্ধন করাতে পারবেন।
লুক্সেমবার্গ ভিত্তিক এই ইউরোপীয় আদালতের মতে, ‘ফুটবল খেলোয়াড়টির খ্যাতিই তার ট্রেডমার্ক এবং স্প্যানিশ কোম্পানির ট্রেডমার্ক মেসির মধ্যকার দৃশ্যমান এবং উচ্চারণগত সাদৃশতার বিরোধকে নিষ্পন্ন করে দেয়। মেসি একজন বহুল পরিচিত ব্যক্তি যাকে প্রায়ই টেলিভিশনে দেখা যায় কিংবা যাকে নিয়ে টেলিভিশনে কিংবা রেডিওতে আলোচনা করা হয়’।
সাত বছরের লড়াইয়ের পর পাওয়া এ রায়ের ফলে নিজ নামে প্রতিষ্ঠান খোলায় আর কোনো বাধা রইলো না পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মেসির।