অন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি মসজিদে পরপর দুইবার বোমা হামলা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে।
দেশটির আদামাওয়া প্রদেশের মুবি শহরে স্থানীয় সময় দুপুর ১টায় এ হামলার ঘটনা ঘটে।
খবর সিএনএনের।
আবু বকর নামে একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানিয়েছে মসজিদে মুসল্লিদের প্রার্থণা করার সময় প্রথমবার বোমা ফাটে। তখন চারজন নিহত হয়। সবাই যখন প্রাণ বাঁচাতে মসজিদ থেকে বের হচ্ছিল তখন ফাটে দ্বিতীয় বোমাটি। তখন ২০ জন নিহত হয়।
উল্লেখ্য, এই বোমা হামলার ঘটনাটি ঘটলো বর্ণো প্রদেশের মাইদুগুরিতে আত্মঘাতি বোমা হামলায় চারজন নিহত হওয়ার একদিন পর।