ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দাউদকান্দিতে প্রভাবশালীদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে প্রভাবশালীদের হামলায় প্রবাসী পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ তিন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে। এ ব্যাপারে আজ শুক্রবার দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ পাওয়া গেছে বলে উপ-পরিদর্শক মো. মাহফুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ষোলপাড়া গ্রামের আয়াত আলী ভুইয়ার তিন ছেলে প্রবাসে থাকার কারণে ছোট ছেলে ও এক মেয়ে আর স্ত্রী নিয়ে বাড়িতে বসবাস করেন। গতকাল বৃহস্পতিবার আয়াত আলী সড়কের পাশে বাড়ির নিরাপত্তার জন্য ইটের দেওয়াল নির্মাণের প্রস্তুতি নেন। এ সময় পাশের বাড়ির মতিন ও শাহজাহান সড়কের পাশের দেওয়াল নির্মাণ করা যাবে না বলে বাধা দেয়।
প্রবাসীর বাবা আয়াত আলী তাতে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওপর হামলা করে। এ সময় আয়াত আলীকে রক্ষার জন্য তার ছেলে সাজ্জাদ হোসেন ও অন্তঃসত্ত্বা মেয়ে সুমি আক্তার এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করে। তাদের হামলায় আহত হলে তার স্বজনরা তাদেরকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে আয়াত আলীর সাথে আলাপকালে তিনি বলেন, আমার তিন ছেলে প্রবাসে থাকে তাই বাড়ির নিরাপত্তার জন্য জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণকালে মতিন ও শাহজাহানের দলবল নিয়ে আমার ও ছোট ছেলে এবং অন্তঃসত্ত্বা মেয়ের ওপর অতর্কিতভাবে হামলা করে। আমরা এখন গৌরীপুর হাসপাতালে ভর্তি আছি। আইনগত সহযোগিতার জন্য মডেল থানায় অভিযোগ করেছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তা

দাউদকান্দিতে প্রভাবশালীদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩

আপডেট সময় ০৯:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে প্রভাবশালীদের হামলায় প্রবাসী পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ তিন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে। এ ব্যাপারে আজ শুক্রবার দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ পাওয়া গেছে বলে উপ-পরিদর্শক মো. মাহফুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ষোলপাড়া গ্রামের আয়াত আলী ভুইয়ার তিন ছেলে প্রবাসে থাকার কারণে ছোট ছেলে ও এক মেয়ে আর স্ত্রী নিয়ে বাড়িতে বসবাস করেন। গতকাল বৃহস্পতিবার আয়াত আলী সড়কের পাশে বাড়ির নিরাপত্তার জন্য ইটের দেওয়াল নির্মাণের প্রস্তুতি নেন। এ সময় পাশের বাড়ির মতিন ও শাহজাহান সড়কের পাশের দেওয়াল নির্মাণ করা যাবে না বলে বাধা দেয়।
প্রবাসীর বাবা আয়াত আলী তাতে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওপর হামলা করে। এ সময় আয়াত আলীকে রক্ষার জন্য তার ছেলে সাজ্জাদ হোসেন ও অন্তঃসত্ত্বা মেয়ে সুমি আক্তার এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করে। তাদের হামলায় আহত হলে তার স্বজনরা তাদেরকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে আয়াত আলীর সাথে আলাপকালে তিনি বলেন, আমার তিন ছেলে প্রবাসে থাকে তাই বাড়ির নিরাপত্তার জন্য জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণকালে মতিন ও শাহজাহানের দলবল নিয়ে আমার ও ছোট ছেলে এবং অন্তঃসত্ত্বা মেয়ের ওপর অতর্কিতভাবে হামলা করে। আমরা এখন গৌরীপুর হাসপাতালে ভর্তি আছি। আইনগত সহযোগিতার জন্য মডেল থানায় অভিযোগ করেছি।