অন্তর্জাতিক ডেস্কঃ
উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরের আসন্ন বৈঠকের জন্য অপেক্ষায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার তিনি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে সবকিছুই ‘অত্যন্ত চমৎকারভাবে’ এগুচ্ছে। হোয়াইট হাউসে ভেনিজুয়েলা থেকে মুক্তিপ্রাপ্ত এক মার্কিন কারাবন্দির সঙ্গে বৈঠককালে তিনি বলেন, কিমের সঙ্গে তার বৈঠকের বিষয়ে সবকিছুই চামৎকারভাবে এগুচ্ছে।
তিনি বলেন, আমরা ১২ জুন সিঙ্গাপুরের ওই বৈঠকের অপেক্ষায় রয়েছি।