অন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দাবি করেছেন, অটলবিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিংহের মতো ভারতের প্রধানমন্ত্রীরা যে পথে হেঁটেছিলেন, তা থেকে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন নরেন্দ্র মোদী। ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এই দাবি করেন।
তিনি বলেন, মোদী ভারতে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তার কথায়, অটলবিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিংহের মতো ভারতের প্রধানমন্ত্রীদের সঙ্গে আমি কথা বলেছি। নানা সমস্যা থাকলেও তারা ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন।
আর মোদী? তুলনা টেনে মোশাররফের দাবি, শান্তি আলোচনা নিয়ে মোদী ততোটা উত্সাহী নন। তার অভিযোগ, ভারতের পরমাণু অস্ত্রের সম্ভার নিয়ে কোনো প্রশ্নই তোলা হয় না। তার দাবি, ভারতের পরমাণু শক্তির কথা মাথায় রেখেই পরমাণু অস্ত্র তৈরিতে বাধ্য হয়েছে পাকিস্তান।-আনন্দবাজার পত্রিকা।