ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা-সিলেট সড়কের ত্রিশ কিলোমিটার বেহাল

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের কুমিল্লা অংশের প্রায় ত্রিশ কিলোমিটার এলাকাজুড়েই এখন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সংস্কার কাজের ধীরগতি ও খানা-খন্দে ভরপুর ওই সড়কপথে যাত্রী ও পণ্যবাহী পরিবহণ চলাচল অনেকটা অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে থাকে। এমন অবস্থায় প্রায় প্রতিদিনই ওই সড়কে ঘটছে দুর্ঘটনা। এতে সড়কটি দ্রুতগতিতে সংস্কারের দাবি জানিয়েছেন বিভিন্ন পরিবহণের গাড়ির চালক, যাত্রী ও ভুক্তভোগীরা।

জানা যায়, জাতীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন সিলেট থেকে পাথর বোঝাই গাড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানসহ পার্বত্য এলাকা থেকে কাঠ বোঝাই গাড়ি এবং চট্টগ্রাম বন্দর থেকে অনেক পণ্যবাহী ভারী যানবাহন এ আঞ্চলিক সড়ক দিয়ে দেশের বিভিন্ন জেলায় চলাচল করে থাকে।

এ ছাড়াও কুমিল্লা-সিলেট-চট্টগ্রাম, কিশোরগঞ্জ, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-নবীনগরসহ জেলা ও আঞ্চলিক সড়কসমূহে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন দিনে-রাতে এ সড়কে চলাচল করছে। কিন্তু সড়কটি যাত্রী ও পণ্যবাহী পরিবহণ চলাচলে অনেকটা অযোগ্য হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আলী মিয়া নামের এক বাসচালক জানান, ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে প্রায়ই গাড়ির এক্সেল ভেঙে রাস্তায় গাড়ি বিকল হয়ে যায়, এতে দুর্ভোগের পাশাপাশি সড়কেও দেখা দেয় যানজট।

প্রাইভেট কার চালক মনির হোসেন জানান, রাস্তার গর্তে পড়ে প্রতিদিন মাইক্রোবাস ও প্রাইভেট কারের স্প্রিং ও ব্রেক শো নষ্ট হয়ে রাস্তায় গাড়ি বিকল হয়ে যাচ্ছে। যাত্রীরা জানান, সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে সড়কের পিচ, ইট-সুরকি, পাথর সরে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ সড়কে চলাচলে ভোগান্তির অন্ত নেই।

সওজ-কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, ‘প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা-সিলেট সড়কের ময়নামতি থেকে কুমিল্লা অঞ্চলের ৪০ কিলোমিটার এলাকা সংস্কারের কাজ চলছে। বৃষ্টির কারণে কাজের গতি কিছুটা কম। আগামী মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, এতে আর ভোগান্তি থাকবে না।’

তিনি আরো জানান, ‘আগামী বছর থেকে এই আঞ্চলিক সড়কটি ফোর লেন মহাসড়কে উন্নীত করার জন্য সরকারের পরিকল্পনা আছে, ইতোমধ্যে মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠকও হয়েছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদ্রাসায় যান না পাঁচ বছর নিয়মিত বেতন তোলেন শিক্ষক

কুমিল্লা-সিলেট সড়কের ত্রিশ কিলোমিটার বেহাল

আপডেট সময় ০৯:৪৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের কুমিল্লা অংশের প্রায় ত্রিশ কিলোমিটার এলাকাজুড়েই এখন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সংস্কার কাজের ধীরগতি ও খানা-খন্দে ভরপুর ওই সড়কপথে যাত্রী ও পণ্যবাহী পরিবহণ চলাচল অনেকটা অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে থাকে। এমন অবস্থায় প্রায় প্রতিদিনই ওই সড়কে ঘটছে দুর্ঘটনা। এতে সড়কটি দ্রুতগতিতে সংস্কারের দাবি জানিয়েছেন বিভিন্ন পরিবহণের গাড়ির চালক, যাত্রী ও ভুক্তভোগীরা।

জানা যায়, জাতীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন সিলেট থেকে পাথর বোঝাই গাড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানসহ পার্বত্য এলাকা থেকে কাঠ বোঝাই গাড়ি এবং চট্টগ্রাম বন্দর থেকে অনেক পণ্যবাহী ভারী যানবাহন এ আঞ্চলিক সড়ক দিয়ে দেশের বিভিন্ন জেলায় চলাচল করে থাকে।

এ ছাড়াও কুমিল্লা-সিলেট-চট্টগ্রাম, কিশোরগঞ্জ, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-নবীনগরসহ জেলা ও আঞ্চলিক সড়কসমূহে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন দিনে-রাতে এ সড়কে চলাচল করছে। কিন্তু সড়কটি যাত্রী ও পণ্যবাহী পরিবহণ চলাচলে অনেকটা অযোগ্য হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আলী মিয়া নামের এক বাসচালক জানান, ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে প্রায়ই গাড়ির এক্সেল ভেঙে রাস্তায় গাড়ি বিকল হয়ে যায়, এতে দুর্ভোগের পাশাপাশি সড়কেও দেখা দেয় যানজট।

প্রাইভেট কার চালক মনির হোসেন জানান, রাস্তার গর্তে পড়ে প্রতিদিন মাইক্রোবাস ও প্রাইভেট কারের স্প্রিং ও ব্রেক শো নষ্ট হয়ে রাস্তায় গাড়ি বিকল হয়ে যাচ্ছে। যাত্রীরা জানান, সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে সড়কের পিচ, ইট-সুরকি, পাথর সরে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ সড়কে চলাচলে ভোগান্তির অন্ত নেই।

সওজ-কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, ‘প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা-সিলেট সড়কের ময়নামতি থেকে কুমিল্লা অঞ্চলের ৪০ কিলোমিটার এলাকা সংস্কারের কাজ চলছে। বৃষ্টির কারণে কাজের গতি কিছুটা কম। আগামী মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, এতে আর ভোগান্তি থাকবে না।’

তিনি আরো জানান, ‘আগামী বছর থেকে এই আঞ্চলিক সড়কটি ফোর লেন মহাসড়কে উন্নীত করার জন্য সরকারের পরিকল্পনা আছে, ইতোমধ্যে মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠকও হয়েছে।’