বিনোদন ডেস্কঃ
বলিউড কুইন শ্রীদেবীর মেয়ে বলে কথা। সিনেমা মুক্তির আগেই তারকা, বলিউড পাড়ার আলোচনার শিরোমনি। সম্প্রতি সৌদি রাজকন্যার পাশাপাশি তিনিও বিখ্যাত ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল হয়েছেন। এতে নজরকাড়া গ্ল্যামার নিয়ে হাজির হয়েছেন তিনি। ২১ বছর বয়সী জাহ্নবী সম্প্রতি মুম্বাইয়ের ডোম ইন্টার-কনটিনেন্টাল মেরিন ড্রাইভে ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেন। এর আগে তিনি তার প্রয়াত মায়ের সঙ্গে পিপল ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুট করেছিলেন। এবার মাকে ছাড়া ভোগ’র ফটোশুট করতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
শ্রীদেবী চাইতেন মেয়ে জাহ্নবী কাপুর নিজ পরিচয়ে বড় হোক। কিছুদিন আগেই সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত ‘ধাড়াক’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। কিন্ত যার অনুপ্রেরণায় সিনেমায় পা রেখেছেন, সেই মা শ্রীদেবী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আর মায়ের মৃত্যু শোক কাটিয়ে এখন কাজ নিয়েই ব্যস্ত আছেন জাহ্নবী কাপুর।
এবার ভোগ প্রচ্ছদের কিছু ছবি প্রকাশ হয়েছে। সেখানে বেশ আবেদনময়ী রূপে দেখা গেছে জাহ্নবী কাপুরকে। গ্ল্যামারাস জাহ্নবী নজর কেড়েছেন ভোগ প্রচ্ছদে। এদিকে সিনেমায় অভিষেকের অপেক্ষাও শেষ হতে যাচ্ছে শ্রীদেবী কন্যা জাহ্নবীর।
জানা যায়, ২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর রিমেক ‘ধাড়াক’ আগামী জুলাইয়ের ২০ তারিখে মুক্তি পেতে যাচ্ছে। করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে প্রযোজিত জাহ্নবীর প্রথম সিনেমার নায়ক শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টার।