ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরের খামার গ্রামে বসেছে ইতিকাফের মিলন মেলা

এন এ মুরাদ,মুরাদনগরঃ

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতিবছর রমজানের শেষ দশদিন কুমিল্লার মুরাদনগর উপজেলার খামার গ্রামে বসে ইতিকাফের মহা মিলন মেলা। প্রতিবছর খামার গ্রাম আলীম মাদ্রাসা মসজিদে একসাথে প্রায় ৫ শত লোক ইতিকাফে বসেন। এই ইতেকফকে ঘিরে খামার গ্রাম মানুষের ঘরে ঘরে আনন্দের জোয়ার বয়ে চলে। গ্রামের সবায় মিলে  মহাধুমদামের সাথে  ইতেকাফে বসা ৫ শত রোজাদার  লোকের ইফতার ও সেহরীর খাবার আয়োজন করে।
সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের প্রতিষ্ঠা মরহুম দাদা হুজুর হাফেজ আলহাজ্জ আব্দুর রহমান হানাফী (রহ:) তার জীব্দশায় প্রতিবছর বৎসর খামার গ্রাম আলীম মাদ্রাসায় মসজিদে ইতেকাফে বসতেন, মরহুম আব্দুর রহমান হানাফী হুজুর এর ওফাতের পর মরহুম শামসুল হুদা পীর সাহেব, বর্র্তমানে সোনাকান্দা দরবার শরীফের গদ্দিনিশিন পীর আলহাজ্জ মাহমুদুর রহমান খামার গ্রাম আলীয়া মাদ্রাসা মসজিদে ইতিকাফে বসেন।

সেই সুবাদে সোনাকান্দা দরবার শরীফের মুরিদানরা আল্লাহ নৈকট্য ও গুনাহ মাপের আশায়  দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে খামার গ্রাম মসজিদে  মুসল্লিদের সাথে ইতেকাফ করেন। হযরত আয়েশা (রা:)বর্নিত ইতেকাফ সম্পর্কে নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স:)বলেন,  ইতেকাফকারী সব ধরনের গুনাহ থেকে বিরত থাকে।

ইসলামের ৫টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ন স্তম্ভ হলো রমযানের রোজা ,  নবী প্রেম ও আল্লাহর  নৈকট্য হাসিলের জন্য রোজাদার ব্যাক্তি রমজানের  ৩০টি রোজার মধ্যে শেষ ১০দিন  মসজিদে ইতেকাফ করতে বসে। পবিত্র রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে মুয়াকাদ্দায়ে কেফায়া। ঐ দশদিনে যদি কোন মহল্লা থেকে একজন ইতিকাফ করে তাহলে মহল্লার সবায় ইতিকাফ না করার গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি কোন মহল্লা থেকে একজনও ইতিকাফ না করে তাহলে সবায় গুনাহগার হবে। এই ইতিকাফের জন্য রমজানের ২০ তারিখ সূর্যঅস্ত যাওয়ার আগে ইতিকাফকারীরা  মসজিদে প্রবেশ করে। আর ঈদের চাঁদ উদিত হলে তারা  মসজিদ থেকে বের হয়। বেশীরভাগ ইতিকাফ পালনকারী সোনাকান্দা পীর সাহহেব হুজুরের সাথে ঈদগাহে নামাজ আদায় করে কবর বাসীর রুহের মাগফিরাত ও দুনিয়ার কল্যান কামনা করে বাড়ীতে যায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

মুরাদনগরের খামার গ্রামে বসেছে ইতিকাফের মিলন মেলা

আপডেট সময় ১০:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
এন এ মুরাদ,মুরাদনগরঃ

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতিবছর রমজানের শেষ দশদিন কুমিল্লার মুরাদনগর উপজেলার খামার গ্রামে বসে ইতিকাফের মহা মিলন মেলা। প্রতিবছর খামার গ্রাম আলীম মাদ্রাসা মসজিদে একসাথে প্রায় ৫ শত লোক ইতিকাফে বসেন। এই ইতেকফকে ঘিরে খামার গ্রাম মানুষের ঘরে ঘরে আনন্দের জোয়ার বয়ে চলে। গ্রামের সবায় মিলে  মহাধুমদামের সাথে  ইতেকাফে বসা ৫ শত রোজাদার  লোকের ইফতার ও সেহরীর খাবার আয়োজন করে।
সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের প্রতিষ্ঠা মরহুম দাদা হুজুর হাফেজ আলহাজ্জ আব্দুর রহমান হানাফী (রহ:) তার জীব্দশায় প্রতিবছর বৎসর খামার গ্রাম আলীম মাদ্রাসায় মসজিদে ইতেকাফে বসতেন, মরহুম আব্দুর রহমান হানাফী হুজুর এর ওফাতের পর মরহুম শামসুল হুদা পীর সাহেব, বর্র্তমানে সোনাকান্দা দরবার শরীফের গদ্দিনিশিন পীর আলহাজ্জ মাহমুদুর রহমান খামার গ্রাম আলীয়া মাদ্রাসা মসজিদে ইতিকাফে বসেন।

সেই সুবাদে সোনাকান্দা দরবার শরীফের মুরিদানরা আল্লাহ নৈকট্য ও গুনাহ মাপের আশায়  দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে খামার গ্রাম মসজিদে  মুসল্লিদের সাথে ইতেকাফ করেন। হযরত আয়েশা (রা:)বর্নিত ইতেকাফ সম্পর্কে নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স:)বলেন,  ইতেকাফকারী সব ধরনের গুনাহ থেকে বিরত থাকে।

ইসলামের ৫টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ন স্তম্ভ হলো রমযানের রোজা ,  নবী প্রেম ও আল্লাহর  নৈকট্য হাসিলের জন্য রোজাদার ব্যাক্তি রমজানের  ৩০টি রোজার মধ্যে শেষ ১০দিন  মসজিদে ইতেকাফ করতে বসে। পবিত্র রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে মুয়াকাদ্দায়ে কেফায়া। ঐ দশদিনে যদি কোন মহল্লা থেকে একজন ইতিকাফ করে তাহলে মহল্লার সবায় ইতিকাফ না করার গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি কোন মহল্লা থেকে একজনও ইতিকাফ না করে তাহলে সবায় গুনাহগার হবে। এই ইতিকাফের জন্য রমজানের ২০ তারিখ সূর্যঅস্ত যাওয়ার আগে ইতিকাফকারীরা  মসজিদে প্রবেশ করে। আর ঈদের চাঁদ উদিত হলে তারা  মসজিদ থেকে বের হয়। বেশীরভাগ ইতিকাফ পালনকারী সোনাকান্দা পীর সাহহেব হুজুরের সাথে ঈদগাহে নামাজ আদায় করে কবর বাসীর রুহের মাগফিরাত ও দুনিয়ার কল্যান কামনা করে বাড়ীতে যায়।