বিনোদন ডেস্কঃ
ক’দিন পরই ঈদুল ফিতর। এ উৎসবকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলোর জন্য নির্মিত হচ্ছে খণ্ড ও ঈদ ধারাবাহিক নাটক। এবারের ঈদে প্রায় ডজন খানেক নাটকে শুটিং করেছেন ছোট পর্দার অভিনেতা জাহিদ চৌধুরী।
ঈদকে উপলক্ষ করে তিনি একের পর এক ভালো গল্পের নাটকে অভিনয় করে যাচ্ছেন। পরিচালক রতন রিপনের ‘প্রফেসার ডাবলু’, খাইরুল পাপনের ‘দোহাই লাগে লাইলা’, দেবাশীষ দ্বীপের ‘আর ননাই’, মুহাম্মদ মোস্তাফা কামাল রাজের ‘হ্যালো ৯১১’, আর বি প্রতীমের ‘সংসার’, সাজাদ সুমনের ‘ফুটবল ফারুক’, সকাল আহমেদের ‘টাউট ৪২০’, সমান্তরাল, সজীব সাগরের ‘বাপ বেটা স্মার্ট’ তুষার খানের ‘ইন্টারনেট বাবা’ সহ অনেক নাটকে শুটিং শেষ করেছেন এ অভিনেতা। অভিনেতা জাহিদ চৌধুরী মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ইতোমধ্যে ছবিটির প্রায় ৫০ ভাগ কাজ শেষ, বাকিটা ঈদের পর শুটিং শুরু হবে। এই নিয়ে তার অভিনীত ছবির সংখ্যা ৪টি।