বিনোদন ডেস্কঃ
ভারতের মুম্বাইয়ের ওরলির এক বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইঞ্জিন ও পাঁচটি পানির ট্যাঙ্কার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতোমধ্যে ওই ভবন থেকে ৯০ জনকে অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এই ভবনেই থাকেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এমনকি এখানে রয়েছে তার অফিসও। তবে শুধু দীপিকা নয়! এই আবাসনে থাকেন বলিপাড়ার অনেক অভিনেতা এবং অভিনেত্রী।
মুম্বাই পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।