জাতীয় ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সরকারি অফিস খুলবে আগামীকাল সোমবার। এবার ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মোট তিনদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকুরেরা। তবে এর মাঝে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বাড়তি ছুটি পেয়েছেন মাত্র একদিন।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। এবার ঈদের ছুটি তিনদিন থাকায় দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ পালন করতে যাওয়া অনেকেই সোমবার অফিসে যোগ দিতে পারবেন না। তারা আরো দু’একদিন ছুটি নিয়েছেন।