মুরাদনগর প্রতিনিধিঃ
ডাকাতি করতে গিয়ে শিশু হত্যা মামলার এজহার ভুক্ত আসামি কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান চয়নকে কুমিল্লা আদালত প্রাঙ্গন থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউপি সদস্য আতিকুর রহমান চয়ন মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত আব্দুল কাদেরর ছোট ছেলে।
জানা যায়, ২০১৪ সালের এপ্রিল মাসের ২৬ তারিখ রাতে একই গ্রামের মনু মিয়ার বাড়ীতে ডাকাতি করতে যায় ইউপি সদস্য চয়ন ও তার দল। ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকতে না পেরে মনু মিয়াকে গুলি করে আসামিরা পালিয়ে যায়। নিজ গ্রামে ডাকাতি করতে না পেরে ওই রাতেই কামাল্লা গ্রামে ডাকাতি করে আসার সময় গ্রাম বাসিকে ভয় দেখাতে গিয়ে একটি শিশুকে হত্যা করে ফেলে। পর দিন মুরাদনগর থানায় ১১৪/১৪নং হত্যা মামলা দায়ের করা হলে পালিয়ে যায় ইউপি সদস্য ও তার দল। তবে অলৌকিক ভাবে এখনো টিকে আছে তার ইউপি সদস্যর পদ। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা আদালতে হাজির হলে আদালত প্রাঙ্গন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করে।