বিনোদন ডেস্কঃ
শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েলেন সানি লিওন। এরপর তাকে উত্তরাখন্ডের কাশিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, সম্প্র্রতি স্প্লিস্টভিলা ১১-এর শুটিংয়ের সময় পেটে ব্যথা অনুভব করেন সানি লিওন। সঙ্গে সঙ্গে তাকে উত্তরাখন্ডের কাশিপুরের হাসপাতালে ভর্তি করা হয়। পাকস্থলিতে সংক্রামণের জন্যই অসুস্থ হয়ে পড়েন সানি।
স্প্লিস্টভিলার শুটিংয়ের জন্য উত্তরাখন্ডের রামনগরে যান সানি লিওন, রণবিজয় সিংসহ অন্যরা। সেখানেই শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন সানি।