ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় চোখ হারাতে বসেছে দুই সন্তানের জননী বিধবা হাজেরা

শরীফুল ইসলাম চৌধুরীঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় চোখ হারাতে বসেছে কাজিয়াতল গ্রামের দুই সন্তানের জননী বিধবা হাজেরা বেগম(৩২)।

বিধবা হাজেরা বেগম  উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী।

২০১৫ সালের জুলাই মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় দুই সন্তান রেখে হাজেরার স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যু পর থেকেই পেটের দায়ে মানুষের বাড়িতে ঝি এর কাজ করে জীবিকা নির্বাহ করতে হয় সহায় সম্বলহীন এ বিধবার। বর্তমানে ছেলে মাজহারুল ইসলাম কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে ও কন্যা সানজিদা খানম সপ্তম শ্রেনীতে অধ্যয়ন করছে। গত মে মাসে পাশের বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করতে গিয়ে ধান ছিটকে পড়ে তার বা চোখে। এতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। যা বর্তমানে ক্ষতটি বড় আকার ধারণ করেছে। চিকিৎসক চোখটি অপারেশনের পরামর্শ দিয়েছেন। যার খরচ হবে লক্ষাধীক টাকা।

হাজেরা বেগম জানান, বর্তমানে ক্ষতটি ক্রমেই বড় হয়ে চোখের সাদা প্রলেপটি একপাশ দিয়ে চোখের মনি পর্যন্ত ডেকে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে তার একটি চোখ। নিচের অংশে তৈরি হয়েছে ক্ষত। ক্ষতের কারনে যন্ত্রণায় এখন স্থির থাকতে পারছিনা। রাতে ঘুমাতেও পারছিনা। বেশকিছু দিন হলো কাজে  যাওয়াও বন্ধ রয়েছে। আমিই পরিবারের মধ্যে এক মাত্র উপার্জনকারী হওয়ায় এখন সংসার চালাতে কষ্ট হয়ে পরেছে। এর মধ্যে আবার চিকিৎসা চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছেনা। বর্তমানে সন্তানদের নিয়ে মানবত জীবনযাপন করছি।

বিধবা হাজেরার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ দেশের সকল আপামর হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। তার আকুতি আপনাদের একজন ভাই হিসেবে যতটুকু সম্ভব আমাকে সহায়তা-সহমর্মিতা করে আমার অপারেশসহ পরিবারের সদস্যদের চিকিৎসার সহায়তা করবেন। কেউ সহযোগিতা করতে চাইলে তার ব্যক্তিগত বিকাশ মোবাইল নম্বও ০১৮৭২০৮৮২৯০-তে যোগাযোগ করতে পারবেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদ্রাসায় যান না পাঁচ বছর নিয়মিত বেতন তোলেন শিক্ষক

মুরাদনগরে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় চোখ হারাতে বসেছে দুই সন্তানের জননী বিধবা হাজেরা

আপডেট সময় ০৩:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮
শরীফুল ইসলাম চৌধুরীঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় চোখ হারাতে বসেছে কাজিয়াতল গ্রামের দুই সন্তানের জননী বিধবা হাজেরা বেগম(৩২)।

বিধবা হাজেরা বেগম  উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী।

২০১৫ সালের জুলাই মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় দুই সন্তান রেখে হাজেরার স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যু পর থেকেই পেটের দায়ে মানুষের বাড়িতে ঝি এর কাজ করে জীবিকা নির্বাহ করতে হয় সহায় সম্বলহীন এ বিধবার। বর্তমানে ছেলে মাজহারুল ইসলাম কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে ও কন্যা সানজিদা খানম সপ্তম শ্রেনীতে অধ্যয়ন করছে। গত মে মাসে পাশের বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করতে গিয়ে ধান ছিটকে পড়ে তার বা চোখে। এতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। যা বর্তমানে ক্ষতটি বড় আকার ধারণ করেছে। চিকিৎসক চোখটি অপারেশনের পরামর্শ দিয়েছেন। যার খরচ হবে লক্ষাধীক টাকা।

হাজেরা বেগম জানান, বর্তমানে ক্ষতটি ক্রমেই বড় হয়ে চোখের সাদা প্রলেপটি একপাশ দিয়ে চোখের মনি পর্যন্ত ডেকে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে তার একটি চোখ। নিচের অংশে তৈরি হয়েছে ক্ষত। ক্ষতের কারনে যন্ত্রণায় এখন স্থির থাকতে পারছিনা। রাতে ঘুমাতেও পারছিনা। বেশকিছু দিন হলো কাজে  যাওয়াও বন্ধ রয়েছে। আমিই পরিবারের মধ্যে এক মাত্র উপার্জনকারী হওয়ায় এখন সংসার চালাতে কষ্ট হয়ে পরেছে। এর মধ্যে আবার চিকিৎসা চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছেনা। বর্তমানে সন্তানদের নিয়ে মানবত জীবনযাপন করছি।

বিধবা হাজেরার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ দেশের সকল আপামর হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। তার আকুতি আপনাদের একজন ভাই হিসেবে যতটুকু সম্ভব আমাকে সহায়তা-সহমর্মিতা করে আমার অপারেশসহ পরিবারের সদস্যদের চিকিৎসার সহায়তা করবেন। কেউ সহযোগিতা করতে চাইলে তার ব্যক্তিগত বিকাশ মোবাইল নম্বও ০১৮৭২০৮৮২৯০-তে যোগাযোগ করতে পারবেন।