খেলাধূলা ডেস্কঃ
অ্যান্টিগা পৌঁছে টানা তিন দিন অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। অ্যান্টিগার স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি।
এদিকে প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ বোর্ড। দলে আছেন ফাস্ট বোলার আলজারি জোসেফ। পিঠের ইনজুরি কাটিয়ে ফিরছেন তিনি। ২০১৬ সালে যুব বিশ্বকাপ খেলা জোসেফ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন। ২১ বছর বয়সী এই পেসার বাংলাদেশের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও সুযোগ পেতে পারেন। দলটার নেতৃত্ব দিবেন শামারাহ ব্রুকস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শিমরন হেটমায়ার ও ভিশাউল সিং আছেন প্রস্তুতি ম্যাচের দলে। এছাড়া সাবেক ক্যারিবিয়ান ব্যাটিং লিজেন্ড শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ সুযোগ পেয়েছেন দলে।
উল্লেখ্য, সফরে উইন্ডিজদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।