কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০০ কেজি গাঁজাসহ ইকবাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ শশীদল গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে (২৫) গ্রেফতার করে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম শাহজাহান কবির জানান, ইকবাল হোসেনকে গ্রেফতারের পর তার দেখানোমতে ও ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ৫টি বস্তার ভেতর পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো ৫০টি বান্ডেলে ২ কেজি করে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।