বিনোদন ডেস্কঃ
বেশ কিছুদিন ধরে নিজের চেয়ে ১০ বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াংকা চোপড়ার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন স্বীকার করে নিলেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়া।
পিপলস ডট কমের সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রিয়াংকা বলেন, ‘আমরা একে অপরকে জানার চেষ্টা করছি। আমাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বেশ ভাল। আশা করি সামনের দিনগুলো আরো ভাল কাটবে।’
কিছুদিন আগে নিকের ভারত সফর নিয়ে প্রশ্ন করলে প্রিয়াংকা বলেন, ‘আমার মনে হয় নিকের জন্য এটি চমৎকার অভিজ্ঞতা ছিল। পুরো ব্যাপারটি সে দারুন উপভোগ করেছে।’
পেশায় অভিনেতা–গায়ক নিকের সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরছেন প্রিয়াংকা। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে বেসবল খেলা দেখতে যান প্রিয়াঙ্কা–নিক। এর পর প্রিয়াংকার মায়ের সঙ্গে দেখা করতে ভারতে আসেন নিক। ভারত সফর শেষে নিকের সঙ্গে ব্রাজিলের গোয়ানিয়াতে ‘ভিল্লামিক্স উৎসবে যান ৩৫ বছর বয়সী প্রিয়াংকা চোপড়া।