আজিজুর রহমান রনি, বিশেষ প্রতিনিধিঃ
আমাদের এ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত। নবাগত শিক্ষার্থীরা তোমরা স্কুলের গ-ি পেরিয়ে এসেছ আমাদের কলেজের আঙিনায়, মুক্ত জ্ঞানের আলোয়ে, উচ্চতর শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্রে। আগমনের এই শুভক্ষণে তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন ও গোলাপি শুভেচ্ছা।
তোমরা জেনে খুশি হবে যে, আমাদের শ্লোগান হচ্ছে ‘শিক্ষাই শক্তি। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।’ আজ থেকে তোমাদের জন্য এটাই হোক জীবনের মূলমন্ত্র। আলোকিত জীবনের জন্য তোমাদের সে অভিযাত্রা শুভ হোক, সুন্দর হোক।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের সদস্য লিটন কুমার ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পরিচলনা পর্ষদের সদস্য ও পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ মাঝি উপস্থিত সকল ছাত্র-ছাত্রীর উদ্ধেশ্যে এ কথা গুলো বলেন।
রবিবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রী কলেজে দিনব্যাপী ২০১৮ সালের শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে বরণ করে নেয়া হয়। শিক্ষার্থীদের গান, নৃত্য, আবৃত্তি ও আলোচনায় অনুষ্ঠান মুখরিত ছিল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উস্থিত ছিলেন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও পাহাড়পুর ইউনিয়নের আওয়ামীলীগের সেক্রেটারি মো, ফজলুর রহমান, সদস্য মো. মনজুরুল আলম সরকার, মো. নূরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, বাঁশকাইট পি জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার প্রমুখ।