অন্তর্জাতিক ডেস্কঃ
মার্সিডিস বেঞ্জ পোরশেসহ ৭৬টি গাড়ি ধংস করলেন ফিলিপাইনের প্রেসিডেন্টে রবার্ট দুতার্তে। যার মূল্য ৫০ লাখ ডলারেরও বেশি। খবর ডেইলি মেইলের।
স্থানীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় বুলডোজার আনার পর হেঁটে হেঁটে গাড়িগুলো দেখছিলেন দুদার্তে। কিছুক্ষণ পর তার উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হয়।
একটি সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতির মাধ্যমে এসব গাড়ি ফিলিপাইনে ঢুকানো হয়েছিল। তাই ধ্বংস করা হয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রয়ারিতেও একই কাজ করেছিলেন প্রেসিডেন্ট দুতার্তে। সে সময় ৩০টি বিলাসবহুল গাড়ি ধ্বংস করা হয়।