জাতীয় ডেস্কঃ
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে উত্তাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। যৌক্তিক এই দাবির সঙ্গে সহমত পোষণ করে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন গণমাধ্যমকর্মীরা।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ এবং লাঠি হাতে স্থানীয় কিছু যুবক।
মিরপুর ১৩ নম্বরে হারমান মেইনার স্কুলের সামনে একজন সাংবাদিকের ওপর হামলার দৃশ্য ভিডিও করেছেন স্থানীয় একজন ব্যক্তি। ভিডিওতে দেখা যায়, পুলিশের সঙ্গে মিলিত হয়ে একযোগে হামলা করছে লাঠি হাতে কিছু যুবক। তাদের সবার মাথায় হেলমেট পরা। এই দৃশ্যের ছবি তুলতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ভেঙে ফেলে এক হেলমেটধারী।
এদিকে মিরপুরের ওই ঘটনা মিডিয়া এবং সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ এবং অভিভাবকেরা। মিরপুর ১৩ নম্বর এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানবন্ধনে একযোগে হামলা চালায় পুলিশ-এবং লাঠি ধারীরা। পুলিশ লাঠিচার্জের কথা স্বীকার করলেও সেই লাঠিধারীদের পরিচয় দিতে পারেনি। তবে হামলার শিকার স্থানীয় শিক্ষার্থীরা বলছে, ছাত্রলীগ-যুবলীগের লোকজনই এই হামলা চালিয়েছে।