সালমা আহমেদ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগর বাজার এলাকায় পীওে এ কামেল রাহাত আলী শাহ(র:) বাৎসরিক ওরশে পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ জনৈক চেয়ারম্যানকে মাসোহারা দিয়ে পুতুলের স্থলে জীবন্ত নারী মানুষ এমন অশ্লীল নৃত্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গত বুধবার রাতে দেখা গেছে, উপজেলা শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পূর্ব মাছিমনগর বাজার। ওরশ মঞ্চের প্রবেশপথে সুসজ্জিত তোরণ। মঞ্চের পাশেই শাহ রাহাত উচ্চবিদ্যালয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, পুতুল নাচের কারণে সারা দিনই এখানে নানা ধরনের লোকজনের আনাগোনা থাকে। এতে কোমলমতি শিক্ষার্থীদের প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে।
এলাকাবাসী জানান, গত ২৯ জুলাই হতে পুতুল নাচের নামে এখানে অশ্লীল নাচ প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিনই দুপুর ১২টা থেকে নাচ শুরু হয়ে চলে ভোর পর্যন্ত।এতে ওরশের পবিত্রতা ভূলন্ঠিত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘গতকাল দুই শিশুর বায়না মিটাতে পুতুল নাচ দেখতে গিয়েছিলাম। ৫০ টাকা করে ৩ জনের মোট ১৫০ টাকার টিকিট কিনলাম। অপেক্ষা করছি, এই বুঝি পুতুল গুলো সুক্ষ সুতোর মাধ্যমে নাচতে শুরু করবে। কিন্তু,তার পরিবর্তে জলজ্যান্ত যুবতী জন্মদিনের অর্ধ উলঙ্গ পোশাক পরে একের পর এক নগ্ন নৃত্য দেখে শেষে লজ্জায় বেরিয়ে আসতে হয়েছে। পুতুল নাচ আর দেখা হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওরশ কমিটির সভাপতি আজ (বৃহস্পতিবার) বলেন, ‘সাধারণ মানুষের জন্য এই ভ্যারাইটিজ শো’র আয়োজন করা হয়েছিলো।কিন্তু কারা পুতুলের পরিবর্তে নারী এনে অশ্লীল নৃত্য পরিবেশন করানো হচ্ছে এবং ঐতিহ্যবাহী পবিত্র ওরশের সুনাম নষ্ট করছে তা খতিয়ে দেখতে আমি আজই সরেজমিনে যাবো।সত্যতা পেলে বন্ধ করে দেয়া হবে’।