শরীফুল ইসলামঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় কাজিয়াতল গ্রামের দুই সন্তানের জননী ও ৩২ বয়সী বিধবা হাজেরা বেগমের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম।
গত ২৫ জুন মুরাদনগর বার্তা২৪ ডটকমে খবর প্রকাশের পর শনিবার বিকেলে থানায় ওসির কার্যালয়ে বিধবার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন এবং উন্নত চিকিৎসার জন্য সকল ব্যাডভান বহন করার ঘোষনা দেন।
বিধাব হাজেরা বেগম বলেন, ‘আমার মতো একজন গরীব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে পাশে এসে দাড়িয়েছেন একজন পুলিশ। কৃতজ্ঞতা স্বীকার করে ওই পুলিশ কর্মকর্তার জন্যও দোয়া চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, দনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি মো. শরিফুল আলম চৌধুরী, মুরাদনগর থানার দ্বীতিয় কর্মকর্তা উপ-পরিদর্শক গোফরান, কুমিল্লা উত্তর জেলা ওলামালীগের সাংগঠনিক সম্পাদক ও কাজিয়াতল রহমানিয়া এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফেজ শুয়াইবুল হোসেন শাহজাহান মুন্সী, দারোরা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. কুদ্দুস মিয়া, কাজিয়াতল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. সুজাত আলী ওরফে মাসুদ ও ওই বিধবার এক মাত্র স্কুল পড়–য়া ছেলে মাঝারুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় দুই সন্তান রেখে হাজেরার স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যু পর থেকেই পেটের দায়ে মানুষের বাড়িতে ঝি এর কাজ করে জীবিকা নির্বাহ করতে হয় সহায় সম্বলহীন এ বিধবার। বর্তমানে ছেলে মাজহারুল ইসলাম কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে ও কন্যা সানজিদা খানম সপ্তম শ্রেনীতে অধ্যয়ন করছে। গত মে মাসে পাশের বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করতে গিয়ে ধান ছিটকে পড়ে তার বা চোখে। এতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। যা বর্তমানে ক্ষতটি বড় আকার ধারণ করেছে। চিকিৎসক চোখটি অপারেশনের পরামর্শ দিয়েছে।
ধপ