ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লাদেনের ছেলে বিয়ে করলেন ৯/১১ হামলাকারীর মেয়েকে

 অন্তর্জাতিক ডেস্কঃ
২০০১ সালে যুক্তরাষ্ট্রে চালানো ৯/১১ হামলার প্রধান বিমান ছিনতাইকারীর মেয়েকে বিয়ে করলেন ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। গার্ডিয়ানকে এ খবর নিশ্চিত করেছেন লাদেনের সৎ ভাই আহমেদ।
৯/১১ এর ওই হামলাকারীর নাম মোহাম্মদ আত্তা। তিনি হামলার মূল পরিকল্পনাকারীদেরও একজন।
লাদেনের সৎ ভাই গার্ডিয়ানকে বলেন, ‘তাদের বিয়ের খবর আমরা জেনেছি। তবে এখন তারা কোথায় আছে আমরা জানি না। সম্ভবত তারা আফগানিস্তানে রয়েছে।’
আহমেদ আরও বলেন, ‘আমাদের মনে হয় হামজা এখন আল-কায়েদার বড় নেতা। সে তার বাবার হত্যার প্রতিশোধ নেবে।’
২০১১ সালের ২ মে এক পাকিস্তানে অ্যাবোটাবাদে এক মার্কিন সামরিক অভিযানে মারা ওসামা বিন লাদেন। সে হামজার মা খাইরিয়াহ সাবার সেসময় স্বামী লাদেনের সঙ্গেই থাকতেন।
ওসামা বিন লাদেনের লেখা চিঠি থেকে জানা যায়, হামজাকেই আল কায়েদার পরবর্তী প্রধান করার পরিকল্পনা ছিল লাদেনের।
লাদেনের এক ছেলে খলিল অ্যাবোটাবাদ অভিযানের সময় নিহত হন। আরেক ছেলে সাদ আফগানিস্তানে মারা যায় ড্রোন হামলায়।
বেঁচে যাওয়া লাদেনের স্ত্রী ও সন্তানরা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

লাদেনের ছেলে বিয়ে করলেন ৯/১১ হামলাকারীর মেয়েকে

আপডেট সময় ০২:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
 অন্তর্জাতিক ডেস্কঃ
২০০১ সালে যুক্তরাষ্ট্রে চালানো ৯/১১ হামলার প্রধান বিমান ছিনতাইকারীর মেয়েকে বিয়ে করলেন ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। গার্ডিয়ানকে এ খবর নিশ্চিত করেছেন লাদেনের সৎ ভাই আহমেদ।
৯/১১ এর ওই হামলাকারীর নাম মোহাম্মদ আত্তা। তিনি হামলার মূল পরিকল্পনাকারীদেরও একজন।
লাদেনের সৎ ভাই গার্ডিয়ানকে বলেন, ‘তাদের বিয়ের খবর আমরা জেনেছি। তবে এখন তারা কোথায় আছে আমরা জানি না। সম্ভবত তারা আফগানিস্তানে রয়েছে।’
আহমেদ আরও বলেন, ‘আমাদের মনে হয় হামজা এখন আল-কায়েদার বড় নেতা। সে তার বাবার হত্যার প্রতিশোধ নেবে।’
২০১১ সালের ২ মে এক পাকিস্তানে অ্যাবোটাবাদে এক মার্কিন সামরিক অভিযানে মারা ওসামা বিন লাদেন। সে হামজার মা খাইরিয়াহ সাবার সেসময় স্বামী লাদেনের সঙ্গেই থাকতেন।
ওসামা বিন লাদেনের লেখা চিঠি থেকে জানা যায়, হামজাকেই আল কায়েদার পরবর্তী প্রধান করার পরিকল্পনা ছিল লাদেনের।
লাদেনের এক ছেলে খলিল অ্যাবোটাবাদ অভিযানের সময় নিহত হন। আরেক ছেলে সাদ আফগানিস্তানে মারা যায় ড্রোন হামলায়।
বেঁচে যাওয়া লাদেনের স্ত্রী ও সন্তানরা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন।