বিনোদনঃ
রূপালি পর্দা মানেই রয়েছে গুঞ্জন এবং সমালোচনা। আর এ থেকে বাদ যাননি কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। রুক্মিনী মিত্রকে নিয়ে তার প্রেমের কথা সবারই জানা। তবে এ নিয়ে প্রকাশ্যে কেই কোন কথা না বললেও তাদের ব্যবহারে এবার সব কিছু খোলাসা হয়ে গেলো।
বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুর-পাক খাচ্চে দেব আর রুক্মিনীর কিছু ছবি। আর তাদের ছবি ভাইরাল হলে তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে এবারের কয়েকটি ছবি যেন একটু বেশিই আলাদা। আর তার কারণ হলো রুক্মিনীর পোশাক!
ইনস্টাগ্রামে আপলোড করা কয়েকটি ছবিতে রুক্মিনী যে টিশার্টটি পরা ছিলো সেটি আসলে দেবের। কেননা কিছুদিন আগে দেব নিজের একটি ছবিতে এই জামাটি পরেছিলেন। তাদের প্রেম দিন দিন এতটাই গভীর হয়ে উঠছে যে দেবের টিশার্টেই ঘুরে বেড়াচ্ছেন রুক্ষিণী।
আর এ ছবিতে রীতিমতো কমেন্টের বন্যা বয়ে গেছে। সেখানে আবার অনেকেই বলেছেন, তাহলে কী বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করছেন তারা। তবে এ নিয়ে এখনো কোন কমেন্ট করেন নি তারা দু’জন।
টলিপাড়ার এখন মোস্ট হট কাপল দেব-রুক্মিনী। আপাতত হাতে কোনো কাজ না থাকায় তাই প্রোডাকশনে হাত পাকাচ্ছেন এ নায়িকা।
এ বছর শুরুর দিকে গোপনে এ জুটি বাগদান সেরেছেন বলেও খবর রয়েছে। সে অনুষ্ঠানে দেব এবং রুক্ষিণীর পরিবার ছাড়া কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছিলেন।