কুমিল্লাঃ
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ডাকাতি ও অস্ত্র আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের মফিজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫), আশ্রাফপুরের মৃত আবুল হাশেম মিয়ার ছেলে মিয়া মশিউর রহমান (৩৮), কৃষ্ণপুর গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে মো. খলিল (৩০) ও সদর দক্ষিণ কমলপুরের মৃত আবদুল আজিজের ছেলে জাকির হোসেন (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে মশিউর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ও ইয়াবাসহ তাদের চারজনকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি বন্দুক, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, দুইটি লম্বা ছুরি ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।