অন্তর্জাতিক ডেস্কঃ
ঘৃণা ছড়ানো বন্ধে মিয়ানমার সেনাপ্রধানসহ সেনাবাহিনীর অ্যাকাউন্ট ও পৃষ্ঠা সরিয়ে নিচ্ছে ফেসবুক। ইন্সট্রাগ্রাম থেকেও এসব অ্যাকউন্ট ও পৃষ্ঠা সরিয়ে নেয়া হবে। সোমবার এক ব্লগ পোস্টে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা মূলত মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং এবং সেনাবাহিনীর টিভি নেটওয়ার্ক মিয়াওয়াডিসহ বর্মী সেনাবাহিনীর মোট ২০ জন ব্যক্তি ও সংস্থাকে ফেসবুক থেকে নিষিদ্ধ করছি।’
নিষিদ্ধের তালিকায় রয়েছে, ১৮ টি ফেসবুক অ্যাকাউন্ট, ১টি ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্ট ও ৫২টি ফেসবুক পেজেস। এসব একাউন্ট ও পেজের ফলোয়ারের সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ।
এর আগে ক্ষতিকর কর্মকাণ্ডের অভিযোগে ৪৬টি পৃষ্ঠা ও ১২টি অ্যাকাউন্ট সরিয়ে নেয়া হয়েছিল বলেও জানিয়েছে ফেসবুক।
এদিকে সোমবার প্রকাশিত এক রিপোর্টে রাখাইন প্রদেশে গণহত্যা সংঘটনের জন্য মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইংসহ ৬ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে জাতিসংঘ।