জাতীয় ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম জিয়ার মুক্তির দাবিতে খুব শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।’
মঙ্গলবার (২৮ আগস্ট ২০১৮) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপি নয় জনগণই আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘জনগণ আবারও রাস্তায় নামবে। এই সরকারের দুঃশাসন এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণ আবার রাস্তায় নামবে। তখন সরকারের তাসের ঘর ভেঙে যাবে। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। এই সরকারের পতন হবে।’
বিএনপি সংকটে অনেকের এমন প্রশ্নের প্রতিউত্তরে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের স্বপ্নের দল। তাই মানুষের বুকের হৃদস্পন্দন নিয়ে যে দল গঠিত তাকে বাদ দিয়ে কিছু ভাবা সম্ভব না।’
একথা বলে সাংবাদিকদের উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘দয়া করে আমরা যা বলি তা জনগণের সামনে তুলে ধরবেন।’
তারেক জিয়ার মিথ্যা মামলার বিষয়ে প্রেস ব্রিফিং নিয়ে মির্জা ফখরুল গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, ‘দুর্ভাগ্য আমাদের। গতকাল আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। এ সময় দু-একটি পত্রিকা ছাড়া কেউ আগ্রহ দেখায়নি। আমরা জানি, গণমাধ্যমকে পেছন থেকে আটকে দেওয়া হয়েছে। জনগণ এগুলো মনে রাখছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য গণমাধ্যম, সুশীল সমাজের ভূমিকা রাখতে হবে।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি প্রসঙ্গে ফখরুল বলেন, ‘প্রতিদিনই কর্মসূচি নেওয়া হচ্ছে। সময়মতো দেখতে পাবেন কেমন কর্মসূচি আসে।’