তথ্যপ্রযোক্তি ডেস্কঃ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আজ বুধবার সকালে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । এ ঘটনায় ফিজি, নিউ ক্যালিডোনিয়া ও ভানুয়াতুর উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সকাল ৯টা ৫০মিনিটে নিউ ক্যালিডোনিয়ার উপকূল থেকে দূরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্প আঘাত হানার পর লয়ালটি দ্বীপে ছোট ছোট ঢেউ আছড়ে পড়ে।
সংস্থাটি জানিয়েছে, ফিজি, নিউ ক্যালিডোনিয়া ও ভানুয়াতুর কিছু উপকূলে ৩০ সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে।
তারা আরো জানায়, উপকূলবর্তী মানুষজনদের সতর্ক থাকতে হবে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা গ্রহণ করে রাখতে হবে।