অন্তর্জাতিক ডেস্কঃ
তাইওয়ানে আজ রবিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে ১৭১। দেশটির রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
দেশটির রেল মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলীয় ইয়েলান অঞ্চলে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে মোট ৩৬৬ জন যাত্রী ছিল।
তাইওয়ানের রেল প্রশাসনের প্রধান জ্যাশন লু বলেন, ট্রেনটি লাইন চ্যুত হয়ে একটি পর্যটক এলাকায় ঢুকে যায়। দুর্ঘটনায় ট্রেনের ৪টি বগি উল্টে যায়।
তিনি আরও বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকে হয়তো এখনো ট্রেনের বগির নিচে আটকা পড়ে আছে। ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনা কেন ঘটলো তার তদন্ত চলছে বলে তিনি জানান।