বিনোদন ডেস্কঃ
বিভিন্ন আলোচনার পর বলিউডে এখন রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের সম্পর্কের খবর আর গোপন নেই। এমনকি তারা নিজেরাও বিষয়টি গোপন করতে চান না। তাদের পরিবারও এই সম্পর্কে সন্তুষ্ট। রণবীরের বাসায় বিভিন্ন সময় তার পরিবারের সাথে দেখা যায় আলিয়াকে। আর বিভিন্ন অনুষ্ঠানেও একসাথে হাজির হচ্ছেন আলিয়া ও রণবীর।
শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ সিজন। সেখানে অতিথি হয়ে আসার কথা আলিয়ারও। শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়া ২০২০ সালেই বিয়ে করতে পারে। তবে আলিয়ার রণবীরের প্রতি বহু বছর ধরেই দুর্বলতা ছিল। কয়েকবছর আগে আলিয়া নিজ মুখেই একথা স্বীকার করেছিলেন এই কথা। করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তরে আলিয়া এ কথা জানান।
তবে বিষয়টি পরবর্তীতেও স্বীকার করেন আলিয়া। তিনি বলেন, ‘প্রেমের আগেই রণবীরকে বিয়ে করার ইচ্ছা ছিল। আমি রণবীরের অভিনয়ের ভক্ত। সেই ভক্তের জায়গা থেকে অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে। আমারটাও তেমন ছিল।’
ঘটনাচক্রে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সেই রণবীরের সঙ্গেই জমে উঠেছে আলিয়ার প্রেম।