নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে কাপাশকান্দি মডেল একাডেমির চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
কাপাশকান্দি মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও উপজেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, উপজেলা জাতীয়পার্টির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, উপজেলা জাতীয়পার্টির সহ-সভাপতি ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, হোমনা উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, তিতাস উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, দুই বাংলার নায়ক ফেরদৌসের বড় ভাই ও প্রবাসী মো. জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. আবুল হোসেন, মো. কাবিল হোসেন, মো. ফারুক হোসেন ও মো. নুরুল হাসান প্রমূখ।