অন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারলাইন্সের একটি বিমান আজ সোমবার সকালে বিধ্বস্ত হয়েছে। বিমানটি জাকার্তা থেকে পাংকাল পেনাংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।
লায়ন এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
রয়টার্সের খবরে বলা হয় বিমানটিতে ১৮৮ জন যাত্রী ছিল। রয়টার্সের খবরে আরো বলা হয়, বিমানটি একটি সাগরে ডুবে গেছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক মুখপাত্র ইউসুফ লতিফ বলেন, ইতিমধ্যে বিধ্বস্ত হওয়া বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
সংস্থাটির প্রধান মুহাম্মদ সাঈগি বলেন, আমরা এখনো নিশ্চিত না বিধ্বস্ত হওয়া বিমানটির যাত্রীরা বেঁচে আছে না মারা গেছে। আপনারা সবাই দোয়া করেন।