বিনোদন ডেস্ক:
চলতি বছর ৩টি সিনেমা মুক্তি পায় সোনম কাপুরের। সবগুলো সিনেমাই বেশ আলোচিত। এরমধ্যে ‘প্যাডম্যান’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারও পান। আর অন্যদিকে এ বছরই সাতপাকে বাঁধা পড়লেন তিনি। সব মিলিয়ে ২০১৮ সোনমের জন্য স্মরণীয় একটি বছর বলা যায়।
তবে বিয়ের পর অনেকটা উধাও তিনি। অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় থাকলেও নতুন সিনেমা নিয়ে তেমন কোনো আলোচনায় নেই তিনি। যার কারণ এই সময়টা পরিবারকে দিচ্ছেন সোনম। চলতি সময়ে পরিবার নিয়ে দেশের বাইরে দিওয়ালি উদযাপনে ব্যস্ত তিনি।
সোনম বলেন, ‘ক্যারিয়ারের চেয়ে পরিবার আমার কাছে বড়। এ বছর অনেক ব্যস্ততা ছিল আমার। বিয়ের পর সময়টা আমি স্বামীর পরিবার ও আমার বাবা-মাকে দিতে চাই। আগামী বছরের শুরুর দিকে হয়তো আবারো নতুন ছবি নিয়ে ব্যস্ত হয়ে যাবো।’