মো: মোশাররফ হোসেন মনিরঃ
রোজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টম্বর ২০১৫ ইং(মুরাদনগর বার্তা ডটকম)ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বুধবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী মনিরকে আটক করতে গিয়ে মাদক ব্যবসয়ী সিন্ডিকেটের সাথে পুলিশের প্রায় ঘন্টাব্যাপী সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ শটগানের ২ কার্তুজ গুলি ছোড়ে। এ ঘটনায় মুরাদনগর থানার দুই এসআইসহ ৫ পুলিশ আহত হয়। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী মনিরকে ১৫১ পিছ ইয়াবাসহ মোট ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলো, কৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মনির ওরফে নয়ন মনি(২৮), রশিদ মেম্বারের ছেলে সোহেল রানা(১৮), আবু তাহেরের ছেলে শাহজালাল(১৮), আব্দুর রশিদের ছেলে শাহ্পরান(২৮) ও মৃত আকমত আলীর ছেলে রাকিব ভূইয়া(৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধায় মুরাদনগর থানা পুলিশ গোপন সুত্রে জানতে পারে কৃষ্ণপুর গ্রামের মাদক ব্যবসায়ী মনিরের বাড়িতে ইয়াবার একটি চালান এসেছে এই সংবাদ পেয়ে মুরাদনগর থানার এসআই মাহবুবুর রহমান পিপিএম ও নুরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ক্রেতা সেজে ইয়াবা ক্রয় করতে যায় এবং ইয়াবাসহ মনিরকে হাতে নাতে পুলিশ আটক করলে, মাদক ব্যবসায়ীর সিন্ডিকেট সদস্যরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর হামলা চালায়। এসময় প্রায় ঘন্টাব্যাপী সংর্ঘষ চলে। এতে এসআই মাহবুবুর রহমান পিপিএম ও নুরুল আলমসহ ৫ পুলিশ আহত হয়। আহত পুলিশ সদস্যদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে আটক করে। রাতে অভিযান চালিয়ে আরো দু’জনকে আটক করে।
এ ঘটনায় এসআই নুরুল আমিন বাদী হয়ে মাদক দ্রব্য আইনে ৪ জনকে আসামি ও পুলিশের উপর হামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ২৫ জনের নামে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক মনির একজন পেশাধার মাদক ব্যবসায়ী, সে একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনার সাথে জড়িতদেরে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।