মো: হাবীবুর রহমান, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উরিশ্বর গার্লস হাইস্কুলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রায় পাঁচ শতাধিক চোখের রোগীকে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ করা হয়েছে।
অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ ডাক্তারদের সার্বিক তত্তাবধানে সকালে চক্ষু শিবির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান। এ সময় তিনি সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রশিদ সরকার। বক্তব্য রাখেন উরিশ্বর গার্লস হাইস্কুলের সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাঁশকাইট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন, সমিতির সহ-প্রচার সম্পাদক এম এ কাইয়ুম হোসেন ভুইয়া। সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাবের সভাপতি হাবিবুর রহমান, সমিতির সাংগঠনিক সম্পাদক কায়কোবাদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজালাল হোসেন সামস, সমাজকল্যাণ সম্পাদক এম এ লতিফ রৌশন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল মান্নান সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান জওহর লাল বনিক ও ছাদেকুর রহমান সাদির প্রমুখ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক চোখের রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ শেষে ছানী অপারেশনের জন্য ৩০ জন রোগীকে কুমিল্লার চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও উপকরণ বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত সমিতি ব্যাপক সুনাম অর্জন করছে।